মানিকছড়িতে প্রান্তিক কৃষকদের মাঝে প্রশিক্ষণ শেষে সার ও বীজ বিতরণ

শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা, মানিকছড়ি:-

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের পিএইপি-৩ প্রকল্প ও বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে ‘গম ও ভুট্টার নতুন জাত প্রদর্শনী’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল দশটা থেকে কারিতাসের উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন পাড়ার ৩০ জন প্রান্তিক কৃষক অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শরিফুল বিন আকরাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মাহফুজুল আলম ও ফিল্ড এ্যাসিস্টেন্ট মিল্টন বিশ্বাস। এসময় কারিতাস উপজেলা মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা, মাঠ সহায়ক উনুচিং মারমা, জীবন্ত তালুকদার, পিংকু চৌধুরী ও উনুসিং মারমা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে প্রান্তিক ২০ জন সুফলভোগীকে জনপ্রতি ১২কেজি গম বীজ, ২১কেজি ইউরিয়া সার, ১২কেজি টিএসসি, ১০ কেজি জিপসাম ও ৬০০ গ্রাম বোরন বিতরণ করা হয়। এছাড়াও ১০ জন প্রান্তিক সুফলভোগীর মাঝে প্রতি জনকে ২ কেজি ভূট্টা বীজ, ৪৫ কেজি ইউরিয়া, ২৪ কেজি টিএসসি, ২০ কেজি এমওপি, ১৭ কেজি জিপসাম, ৮০০ গ্রাম বোরন ও ১.১ কেজি জিংক বিতরণ করা হয়।