মানিকছড়িতে ফলদ বাগান পরিচর্যা বিষয়ক চাষীদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আম ও লিচু চাষিদের নিয়ে দুইদিন ব্যাপি উপজেলা টাউন হল রুমে আম লিচু পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো জয়নাল আবেদীন,
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ’র সভাপত্বিতে উপজেলা কৃষি ও সেচ বিষয়ক স্থায়ী কমিটি বাস্তবায়নে,উপজেলা পরিচালনা ওউন্নয়ন প্রকল্প(UGDP) স্থানীয় সরকার বিভাগ (LGD) এবং জাপান এন্টারন্যাশানাল কো-অপারেশন এজেন্সী সহায়তায় প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.হাসিনুর রহমান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সালাউদ্দীন কাউসার আফ্রাদ,জাইকা কো-অর্ডিনেটর
সাথোয়াইঅং মারমা, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সুমন গুপ্ত, ৬০জন আম ও লিচু বাগানে মালিক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।