মানিকছড়িতে বাজার শ্রমিক পরিবারে কম্বল বিতরণ
মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলার তিনটহরী বাজারে শতাধিক শ্রমিকের হাতে কম্বল বিতরণ করেছেন বাজার পরিচালনা কমিটির সভাপতি।
৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় বাজার কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম এর ব্যবসায়ী প্রতিষ্ঠানে বাজারের শতাধিক শ্রমিক পরিবারে শীত নিবারণে সরকার পরিবারের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও প্রেসক্লাব সভাপতি মো. মাঈন উদ্দীন, ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ,বাজার সভাপতি মো.রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানসহ বাজার কমিটির সদস্য ও ব্যবসায়ীবৃন্দ।
এ সময় মো. আবদুল হামিদ সরকার পরিবারের পক্ষ থেকে ১০০ জন শ্রমিক পরিবারের হাতে কম্বল তুলে দেন অতিথিরা।