• November 21, 2024

মানিকছড়িতে বালু মহালে অভিযান, জরিমানা আদায়

 মানিকছড়িতে বালু মহালে অভিযান, জরিমানা আদায়

মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়বিল, তুলাবিল ও ছদুরখীল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই বালু ব্যবসায়ীকে পৃথক মামলায় ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে উপজেলার তিনটহরী ও বাটনাতলী ইউনিয়নের বড়বিল, তুলাবিল ও ছদুরখীল এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন। এ সময় বাটনাতলী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শিফাতুল হক শিফাতের নেতৃত্বে সেনাবাহিনী ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪(ছ) ধারায় ছদুরখীলের শহীদুল ইসলাম (৩৭)কে ৭০ হাজার টাকা ও বড়বিলের ফিরোজ মিয়া(৬৫) কে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post