• April 13, 2025

মানিকছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 মানিকছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মো.আকতার হোসেন, মানিকছড়ি: দেশব্যাপী আওয়ামী লীগ সন্ত্রাসীদের, নৈরাজ্য সৃষ্টি এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র ও বিভিন্ন ফেসবুক ফেক আইডি থেকে বিএনপি’র বিরুদ্ধে আওয়ামী সন্ত্রাসীদের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানোর বিরুদ্ধে  র এবং বিএনপির করা মামলার আসামীদেকে আটক করার জন্য  বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে মানিকছড়ি উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।
বুধবার  (৯ এপ্রিল ) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে উক্ত বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজার এলাকা মহামুনি চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক প্রদক্ষিণ করে আমতল মুড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম, ও সাধারণ সম্পাদক  মীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যানসহ উপজেলা যুবদল,  ছাত্রদলের নেতারা বক্তব্য রাখেন।
বক্তৃতারা  বলেন, আগামী ২৪ ঘন্টার বিতরে মামলার এজাহারভুক্ত  দোসর আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করা হলে থানা ঘেরাও ঘোষনা করা হবে।
নেতারা বলেন মামলার এজাহারভুক্ত আসামীরা এলাকায়  প্রকাশ্য ঘুরাফিরা করছে এবং মামলা থাকার পরও তাদেরকে আটক করছে না পুলিশ। এরা এলাকায় নৈরাজ সৃষ্টি করার চেস্টা করছেন, এবং বিএনপির বিরুদ্ধে সোশাল মিডিয়া নানা অপপ্রচার করছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply