• December 23, 2024

মানিকছড়িতে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুফ নির্ণয়

 মানিকছড়িতে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুফ নির্ণয়

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, ছদুরখীল শাখার আয়োজনে ও স্বেচ্ছাসেবী সংগঠন মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সহযোগিতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের গোরখানা এলাকায় প্রতিষ্ঠিত দ্বীণি শিক্ষা প্রতিষ্ঠান শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুফ নির্ণয় করা হয়।

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, খাগড়াছড়ি জেলার সমন্বয়ক ও মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. মনির হোসেন এবং আন-নূর ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মাদরাসা অডিটরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া ছদুরখীল শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও মাদরাসা শিক্ষক মো. রবিউল হোসেন, আন-নূর ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান হাফেজ ক্বারী মুহাম্মাদ নাছির উদ্দিন, মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মো. লোকমান হোসেন, মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের এডমিন মো. তাজুল ইসলাম প্রমূখ

পরে মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সদস্যরা শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসার শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুফ নির্ণয় করে। এতে সহযোগিতা করেন সংগঠনটির এডমিন সদস্য মো. জাকারিয়া, সদস্য মো. মাইন উদ্দিন রাফি, মো. রবিউল ইসলাম, আকলিমা আক্তার প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post