• February 20, 2025

মানিকছড়িতে মারমা ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

 মানিকছড়িতে মারমা ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

“দেশ ও সমাজ গঠনের পাশাপাশি নিজস্ব মারমা জাতিসত্ত্বাকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সামাজিক আন্দোলনকে জোরদার করুন” এই আহ্বানে খাগড়াছড়ির মানিকছড়িতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা টাউনহলে নবগঠিত কমিটি সভাপতি আপ্রুসি মগের সভাপতিত্বে ও সহ-সভাপতি আব্রে মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী পরিষদ প্রধান ম্রাসাথোয়াই মারমা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, মানিকছড়ি উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক এনাম, মারমা ঐক্য পরিষদের জেলা যুগ্ম সম্পাদক ক্যজরী মারমা, অংহ্লাপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, জেলা মারমা যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি চিংহ্লামং মারমা, সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা, উপজেলা মারমা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আম্যে মগ, যুব ঐক্য পরিষদের সভাপতি উষাজাই মারমা, সাধারণ সম্পাদক উসাপ্রু মারমা, জেলা মারমা ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুইচিংহ্লা চৌধুরী ও উপজেলা মহিলা সভানেত্রী ক্রাপ্রু মারমা প্রমূখ।

সভায় বক্তারা বলেন, ‘দীর্ঘ দুই যুগ ধরে মারমা জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রেখে অধিকার আদায়সহ শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য রক্ষার পাশাপাশি দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত মারমা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে মারমা ঐক্য পরিষদ সুসংগঠিতভাবে কাজ করে যাচ্ছে। আগামিতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন’।

পরে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সকলকে ফুল দিয়েg বরণ করে নেন অতিথিরা। এসময় জেলা ও উপজেলা মারমা ঐক্য পরিষদ এবং যুব ও ছাত্র ঐক্য পরিষদের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply