মানিকছড়িতে শহিদী মার্চ কর্মসূচীতে ছাত্র-জনতার পদযাত্রা
মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঐতিহাসিক মূহুর্ত্ব ৫ আগস্ট। সেদিন ছাত্র আন্দোলনে জনতার সম্পৃক্ততায় গণঅভ্যুত্থানে স্বেরাচারী আওয়ামীলীগ সরকারের পতন হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রভাগের সৈনিক সাঈদসহ অসংখ্য ছাত্র, সাধারণ মানুষ নিহত হয়। সেই দিনের মাসপূর্তি উপলক্ষে ৫সেপ্টেম্বর দেশব্যাপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহিদী মার্চ পদযাত্রা, নিরবতা, মানববন্ধনে অংশগ্রহণ করেন সচেতন নাগরিক ও সাধারণ মানুষ। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায়ও ছাত্র-জনতার অংশগ্রহণে শহিদী মার্চ কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নেতৃত্বে স্কুল-কলেজ শিক্ষার্থী, ছাত্র সংগঠন ও সচেতন নাগরিক কমিটির উপস্থিতিতে অনুষ্ঠিত শহিদী মার্চ কর্মসূচীতে উপস্থিতি ছিল লক্ষণীয়। রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় গেইট থেকে শুরু হওয়া পদযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে মানববন্ধন করেন। পরে ছাত্র আন্দোলনের ঐতিহাসিক সফলতার ১মাসপূর্তিতে ওই আন্দোলনে শহিদ সকল ছাত্র-জনতার উদ্দেশ্যে ১মিনিট নিরবতা পালন করা হয়। পরে উপজেলা পর্যায়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গ্রুপের সদস্য নাঈম মিয়াজি’র স্বাগত বক্তব্যে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটির আহবায়ক এসএম জাহাঙ্গীর আলম, শিক্ষক মো. ওবায়দুল হক, মো. মমতাজ উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতা মো. মোকতাদের হোসেন, কলেজ ছাত্রদল সভাপতি মো. রাকিব হোসেন প্রমূখ।