• December 22, 2024

মানিকছড়ির দাখিল-এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ কর্মশালা

 মানিকছড়ির দাখিল-এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ কর্মশালা

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দাখিল, এসএসসি ও দাখিল (কারিগরি) পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে গ্রহণের লক্ষে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কক্ষ পর্যবেক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সদরের দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার হল কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে দায়িত্বপ্রাপ্ত ৩০ জন পর্যবেক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরীক্ষা গ্রহণ সংশ্লিষ্ট বিষয় ও বিধিমালা সম্পর্কিত বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন কেন্দ্র সচিব মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার দাখিল পরীক্ষার একমাত্র কেন্দ্র দক্ষিণ চেংগুছড়া ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে (৮৪১) এবছর দাখিল পরীক্ষায় অংশ নিবে ৩টি প্রতিষ্ঠানের ৬৬ জন পরীক্ষার্থী। একই কেন্দ্রে (৭১০২১) এসএসসি ও দাখিল (কারিগরি) পরীক্ষায় অংশ নেবে দুই প্রতিষ্ঠানের ৬০ জন পরীক্ষার্থী। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের লক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান কেন্দ্র সচিব মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post