• July 5, 2025

মানিকছড়ি ডিসিপার্ক পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

 মানিকছড়ি ডিসিপার্ক পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার “ডিসি এডভেঞ্চার এন্ড ইকো-ট্যুরিজম পার্ক পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

৪ জুলাই শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ডলু এলাকায় সরকারিভাবে গড়ে তোলা এই পার্কের বিভিন্ন স্পট পরিদর্শন শেষে পার্কের সানসেট পয়েন্টে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন বিভাগীয় কমিশনার।

পরিদর্শনকালে পার্কটিকে পর্যটকবান্ধন করতে পার্কের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনে কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান তিনি। পাশাপাশি পার্কটি ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৪’ পাওয়ায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান বিভাগীয় কমিশনার।

এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ সাফকাত আলী, মানিকছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত কুমার দাশ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল, স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply