মানিকছড়িতে অটোরিকশা চালকদের ত্রাণ দিল প্রশাসন
আবদুল মান্নান,মানিকছড়ি: ‘করোনা’র ছোবলে চাকার গতি থমকে যাওয়ায় উপজেলার দু’শতাধিক অটোরিকশা চালক এখন বেকার। ফলে তাদের পরিবার-পরিজনে চলছিল খাদ্য সংকট। যার ফলে শুক্রবার বিকালে মানিকছড়ি উপজেলা প্রশাসন ওইসব কর্মহীন চালকদের মাঝে জি.আর বরাদ্দের ত্রাণ ও শুকনা খাবারবিতরণ করেছে।
জানা গেছে, উপজেলায় দুই শতাধিক অটোরিকশা চালক ‘করোনা’র আতংকে এবং সরকার ঘোষিত বিধিনিষেধে গত ২৬ মার্চ থেকে বেকার! ফলে তারা পরিবার-পরিজন নিয়ে খাদ্য সংকটের ভোগছিল। উপজেলা প্রশাসন বিষয়টি আমলে নিয়ে ১০ এপ্রিল বিকালে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ওইসব অটোরিক্সা চালকদেও মাঝে জি.আর বরাদ্দ থকে জনপ্রতি ১০ কেজি চাউল, ৫শ গ্রাম ডাল, ৫ শ গ্রাম তৈল, ৫শ গ্রাম লবণ, ১টি সাবান, ১ কেজি আলু ও ১ কেজি পেঁয়াজ বিতরণ করেছেন।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, ডলি চৌধুরাণী, ইউপি চেয়ারম্যান মো.শফিকুর রহমান ফারুকসহ অটোরিকশা চালক সমিতির সভাপতি ও সম্পাদক প্রমুখ।