• December 22, 2024

মানিকছড়িতে অপহৃত ছাত্রদল নেতার মুক্তি দাবি

স্টাফ রিপোর্টার: গতকাল দিবাগত রাত ১১.০০ ঘটিকার সময় মানিকছড়ি উপজেলার ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেনকে হাতিমুড়া বাজার মদিনাতুল জামে মসজিদ হতে শবে-মেরাজের নামায শেষে বাড়ী ফেরার পথে উৎপেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। রাতে অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। এক পর্যায়ে তার পরনে থাকা লুঙ্গি, গেঞ্জি ও ব্যবহৃত দুটি মোবাইল এবং দোকানের চাবি পরিত্যক্ত অবস্থায় রাস্তায় পাওয়া যায়। সকালে উক্ত ঘটনা জানাজানি হলে মানিকছড়ি উপজেলাসহ পুরো জেলায় ক্ষোভ ও আতংক বিরাজ করছে। ঘটনার ব্যাপারে মানিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া অপহরণকৃত ছাত্র নেতার অচিরেই নি:শর্ত মুক্তি দাবী করেন। সন্ত্রাসীদের এহেন ন্যাক্কারজনক অপহরণ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মো: দেলোয়ার হোসেনকে উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শাহেদুল হোসেন সুমন ও সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল আলম জাহিদ সহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা। খাগড়াছড়ি জেলা ছাত্রদল দপ্তর সম্পাদক বাপ্পী দাশ স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেসবার্তায় অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অলিম্বে মানিকছড়ি উপজেলার ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন’র মুক্তি দাবি করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post