মানিকছড়িতে আনসার ভিডিপি অফিস কর্তৃক বৃক্ষ রোপন অভিযান
আলম গীর হোসেন: মানিকছড়ি উপজেলায় আনসার ভিডিপি অফিস কর্তৃক পিসি ও এপিসি ভিডিপি সদস্যদের মাঝে ফলজ ও ঔষধী ছাড়া বিতরণ করা হয়েছে।
আজ ৯ সেপ্টেম্বর সকাল ১১টা মানিকছড়ি উপজেলা চত্তর একটি র্যালী বের হয়ে আনসার ভিডিপির অফিসে গিয়ে শেষ হয়। মানিকছড়ি আনসার ভিডিপি অফিস কর্তৃক পিসি ও এপিসি ভিডিপি সদস্যদের মাঝে ৮ শত ছাড়া বিতরন করা হয়। প্রতি জনকে ২০টি করে ৪০ জনের মাঝে এইসব ফলজ ঔষধী ছাড়া বিতন করা হয়।
বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক শেখ মোহাম্মদ শয়েব ,পিসি মো: ফজলুল হক,মনুমিয়া, সিরাজুল ইসলাম, তাজুল ইনলাম, নুরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন উপজেলা আনসার মহিলা কমান্ডার সখিনা বেগম, সহকারী প্রিয়া আক্তার, উপস্থিত ছিলেন কোম্পানি কমান্ডার নাজিম উদ্দিন, ইউনিয়ন দলনেত্রী রাবেয়া বেগম, কৃষ্ণা রানী নাথ, সোনালী মারমাসহ ভিডিপি সদস্যগণ এর মাঝে এইসব ছাড়া বিতরন করা হয়।