মানিকছড়িতে একতা ক্লাব কর্তৃক নব নির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে জনকল্যাণ সমাজ সেবা মুলক সংঘঠন একতা যুব সংগের উদ্যেগে আজ ২মে বিকাল ৩টায় মানিকছড়ি প্রেসক্লাব হলরুমে এই সংবর্ধনা দেয়া হয়। এতে মানিকছড়ি উপজেলা নব নির্বাচিত চেয়ারম্যান জয়নাল আবেদীন ও ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম বাবুল ও ডলি রানী চৌধুরী,সামায়ন ফরাজী সামু, আকতার হোসেন ভুইয়া, উপস্থিত ছিলেন।
অনুষ্টান পরিচালনা করেন মানিকছড়ি একতা ক্লাবের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এসএম নাছির উদ্দিন। বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মো:হানিফ। বক্তারা বলেন একতা ক্লাব সমাজের ভালো দিক তাদের কিছু কার্যক্রম ভালো লাগে , মাদক বিরোধী কার্যক্রম, রক্তদানকর্মসূচী,বস্ত্র বিতরন, অসহাদের পাশ দারানো মানিকছড়িপ্রেসক্লাবের কর্মকান্ডে আমারা মুগ্ধ।