মানিকছড়িতে কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে মানিকছড়ির গাড়িটানা এলাকায় ১০ জুন শনিবার সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিকে আসা সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশাচালক লেদু ওরফে বাছা মিয়া (৩৫) এবং যাত্রী আম ব্যবসায়ী মো. মোতালেব (৪৫) নিহত হয়েছে।
জানা যায়, বাছা মিয়ার বাবার নাম মাহবুব আলম এবং মো. মোতালেবের বাবার নাম বাদশা মিয়া। দুজনেই চট্টগ্রামের হাটহাজারীর মুনিয়া পুকুরপাড় এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তিনটহরী বাজার থেকে ব্যবসায়ী মো. মোতালেব হোসেন (৪৫) আম কিনে সিএনজি চালিত অটোরিকশাযোগে চট্টগ্রামে যাচ্ছিলেন। অপরদিকে কাভার্ড ভ্যানটি মানিকছড়ি আসছিল। পথে গাড়িটানা এলাকায় দুটি গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে মো. মোতালেব হোসেন ও বাছা মিয়ার মৃত্যু ঘটে।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনচারুল করিম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ গাড়ি দুটি জব্দসহ লাশ উদ্ধার করেছে। কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।