মানিকছড়িতে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঐতিহ্য, গৌরব ও সংগ্রামের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে ১ জানুয়ারি বুধবার বিকাল ৩টার দিকে মানিকছড়ি উপজেলা ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কিশোর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ করিম। প্রধান আলোচক হিসাব উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক এনাম।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরজ্জামান মাষ্টার,যুবদলের সভাপতি জয়নাল মেম্বার, ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহীম খলিল আল ফরিদী, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী,কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post