মানিকছড়িতে ডিজিটাল কালার ল্যাব উদ্বোধন
মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় “মানিকছড়ি প্রিন্টিং প্রেস এন্ড ডিজিটাল কালার ল্যাব” এর উদ্বোধন করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা সদর আমতলাস্থ(মানিকছড়ি প্রেস ক্লাবের সামনে) “মানিকছড়ি প্রিন্টিং প্রেস এন্ড ডিজিটাল কালার ল্যাব” এর শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া শেষে ফিতা কেটে কালার ল্যাব এর শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জয়নাল আবেদীন। অতিথি হিসেবে ছিলেন, অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ, যুবলীগ নেতা মো. সামায়উন ফরাজী সামু, মো. জাহেদুল আলম মাসুদ, নুরজাহান আফরিন লাকী ও মানিকছড়ি প্রিন্টিং প্রেস এন্ড ডিজিটাল কালার ল্যাবএর পরিচালক মো. জাকির হোসেন শান্ত প্রমূখ।
মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন, তিনটহরী মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা দিদারুল আলম। পরে প্রধান অতিথিসহ অন্যান্যরা ফিতা কেটে এ প্রথম উপজেলায় ডিজিটাল কালার ল্যাব এর উদ্বোধন করেন।