• May 19, 2024

মানিকছড়িতে তথ্য আপা প্রকল্পের বিশেষ উঠান বৈঠক

 মানিকছড়িতে তথ্য আপা প্রকল্পের বিশেষ উঠান বৈঠক
মিন্টু মারমা, মানিকছড়ি: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনস্থ্য জাতীয় মহিলা সংস্থা ‘তথ্য আপা মানিকছড়ি উপজেলার আয়োজনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পে (২য় পর্যায়) নারীদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতনতামূলক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প্রতিবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোসা. সুমাইয়া আক্তারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সূচয়ন চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডা মো. শফিউল আলম চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. আলী হোসেন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক।
বৈঠকে নারী ক্ষমতায়ন, লিঙ্গ বৈসম্য, স্বাস্থ্যগত সমস্যা ও বাল্য বিবাহসহ নারী ও কিশোরীদের জীবন-জীবিকা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন বক্তারা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন। পরে শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক প্রশ্নোত্তর প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় উপজেলা তথ্যকেন্দ্রের তথ্যসেবা সহকারী এনি মারমা, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post