মানিকছড়িতে তিনটহরী ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সভা
মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় তিনটহরী ক্রেডিট ইউনিয়নের ৪র্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে।
উক্ত সভায় সদস্য মংসানু মারমার সঞ্চালনায় ও তিনটহরী ক্রেডিট ইউনিয়নের সভাপতি সাথোয়াইঅং মারমার সভাপত্বিতে, প্রধান অতিথি ছিলেন,কারিতাস আই.সি.ডি.পি.,সিএইচটি‘র বান্দরবান অঞ্চল কর্মসূচী কর্মকর্তা রেমন আসাম, বিশেষ অতিথি ছিলেন উথোয়াই রাখাইন, আই.সি.ডি.পি., সিএইচটি,মানিকছড়ি গীতা চাকমা, এসময় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন টিকলী মারমা, এসময় বক্তারা বলেন, সবাই এক্যবদ্ধ হলে এলাকার উন্নয়ন করা সম্ভব এবং আজকের সঞ্চয় আগামী দিনের ভবিষৎ