মানিকছড়িতে ত্রাণ দিলেন এক প্রবাসী

মানিকছড়ি প্রতিনিধি: মহামারি করোনা’র ছোবলে বিশ্ব প্রকম্পিত। সামাজিক দূরত্ব বজায় রাখা শর্তে জনপদে চলছে ঘোষিত-অঘোণিত লকডাউন। ফলে পার্বত্য জনপদে মানিকছড়ি’র শ্রমজীবি, কৃষক ,ব্যবসায়ী সকলে গৃহবন্দি ও কর্মহীন। যার ফলে ঘরে ঘরে খাদ্যসংকটে ভুগছে মানুষ। ফলে সরকারি-বেসরকারি উদ্যোগে চলছে ত্রান-সামগ্রী বিতরণ।

২২ এপ্রিল সকাল থেকে উপজেলার বিভিন্ন জনপদে সরকারি ত্রাণ-সামগ্রী বিতরণ করছেন প্রশাসন ও জনপ্রতিনিধিরা। এসবের পাশাপাশি উপজেলার অনগ্রসর জনপদ ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন আবদুল হামিদ সরকার পরিবারের কৃতি সন্তান দুবাই প্রবাসী সোহেল রানা মানিক কর্তৃক নিজ জন্মভূমি’র দরিদ্র জনগোষ্টির মাঝে বিপুল পরিমানে ত্রাণ-সামগ্র বিতরণ করা হয়েছে।

ইউনিয়নের প্রায় ৭ শতাধিক দরিদ্র পরিবারে প্রবাসী মানিকের অর্থায়ণে ত্রান-সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো, জয়নাল আবেদীন,সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. রাজ্জাক, অফিসার ইনচার্জ আমির হোসেন, শিক্ষক নেতা ও উপজেলা দুপ্রক সভাপতি মো. আতিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, প্রবাসী সোহেল রানা মানিকের পিতা মো. আবদুল হামিদ সরকার ও বড় ভাই তিনটহরী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম সরকারসহ এলাকার ব্যবসায়ী রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post