মানিকছড়িতে দি-মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় নিজস্ব হল রুমে ২ আগষ্ট বুধবার বিকাল ৩টায় দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ সময়ে
দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক সুইচিংপ্রু মারমা সঞ্চালনায় ও চেয়ারম্যান কজাই মারমা সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠা কালীন সভাপতি থোইহ্লাপ্রু মারমা,উপজেলা সমবায় পরিদর্শক আবুল কাশেম,কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মংশেপ্রু মারমা,কোষাধ্যক্ষ আম্যে মগ,শিক্ষা কমিটির সম্পাদক ম্রাসাথোই মারমা প্রতিষ্টাকালীন সদস্য মংবা মারমা,ম্রাসাং মারমা প্রমূখ।
এ সময়ে প্রতিষ্টাতা ও প্রধান নির্বাহী বলেন সুইচিংপ্রু মারমা বলেন, আজ থেকে ২০১৪ সালে ২ আগষ্ট এ দিনে ১৪ সদস্য নিয়ে ৩২০ মূলধন দিয়ে পথ চলা আজ বর্তমানে সারে ৪ হাজার সদস্য আছি, এবং বর্তমান মূলধন ৭ কোটি টাকা দাড়িয়েছে।