মানিকছড়িতে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গোরখানা স্পোটিং ক্লাবের পরিচালনা ও উপজেলা সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের আয়োজনে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। ২১অক্টোবর বিকেল ৩টায় উপজেলার অজপাড়াগাঁ গোরখানাস্থ শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসা মাঠে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পোটিং ক্লাবের সভাপতি মো. রবিউল হোসেন। প্রধান অতিথি ছিলেন, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু।
অতিথি ছিলেন, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সুপার মাও. মো. লোকমান হোসেন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান,গ্রাম সর্দার মো. সফিকুল ইসলাম,সাংবাদিক চিংওয়ামং মারমা মিন্টু প্রমূখ। ৯টি দলের অংশগ্রহনে টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় তিনটহরী একাদশ ও বড়বিল কচি সখা যুব সংঘ একাদশের মধ্যকার খেলা উদ্বোধন করেন অতিথিরা