• November 22, 2024

মানিকছড়িতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৮ সেপ্টেম্বর

আব্দুল মান্নান, মানিকছড়ি: মানিকছড়ি উপজেলায় অনুষ্টিত‘বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ৩য় আসর এর ফাইনাল খেলা অনুষ্টিত হবে আগামী ২৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায়। উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন একতা যুব সংঘ ও ময়ূরখীল সেতুবন্ধন ক্লাব।

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট কমিটি সূত্রে জানা গেছে, গত ২০১৬ সাল থেকে ১ নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক‘বঙ্গবন্ধু’ ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে। এবার গত ৩১ জুলাই থেকে প্রায় দু’মাস ধরে উপজেলার রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় ও রাজবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্টিত হয়ে আসছে। ৩৩টি দল নিয়ে টুর্নামেন্টের পদযাত্রা। নক আউট পদ্ধতির এ খেলায় ইতোমধ্যে ৩১টি দল বিদায় নিয়েছে। গত ১১ ও ১২ সেপ্টেম্বর অনুষ্টিত সেমি ফাইনালে রাজপাড়া একাদশকে হারিয়ে ‘ময়ূরখীল সেতুবন্ধন ক্লাব’ এবং পাঞ্জারাম পাড়া একাদশকে হারিয়ে ‘একতা যুব সংঘ’ ফাইনাল খেলায় যোগ্যতা অর্জন করে।

এ দু’টি সংগঠনের ইতিবৃত্ত বলতে গেলে প্রথমে আসবে একতা যুব সংঘের নাম। উপজেলা তথা জেলা পর্যন্ত এ সংগঠনটি পরিচিতি রয়েছে। ২০০৩ সালে উপজেলা সদরের গুটিকয়েক শিক্ষিত যুবক মিলে ক্রীড়াঙ্গনকে মুখোরিত করার পাশাপাশি অসহায় মানুষের সেবা, রক্তদান কর্মসূচী,বাল্য বিবাহ প্রতিরোধে প্রশাসনকে সহায়তা উদ্দেশ্যে এ সংগঠনের পদযাত্রা শুরু করেন।

অল্প সময়ের মধ্যে সংগঠনটি বেশ পরিচিত লাভ করে এবং ২০০৮ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়। যা রেজি নং ৩৭২/০৮। এর পর সংগঠনটি ক্রীড়ার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যাপকতা লাভ করে। সরকারের জাতীয় ও স্থানীয় সকল কার্যক্রমে অংশগ্রহন ছিল লক্ষণীয়। ২০১৬ ও ২০১৭ সালে অনুষ্টিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে একতা যুব সংঘ পরিচালনায় দায়িত্ব পালন করেন। এ বছর উক্ত টুর্নামেন্টে সরাসরি অংশ গ্রহন করে সংগঠনটি। অপরাজিত থেকে ফাইনালে উঠে আসে।

অপরদিকে উপজেলার ময়ূরখীল সেতুবন্ধন ক্লাবটি প্রতিষ্ঠালগ্ন থেকে ক্রীড়া ও সামাজিক নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে নিজস্ব এলাকায়। ফলে এ দু’টি দল বঙ্গবন্ধু টুর্নামেন্ট-২০১৮এ ফাইনালে আগামী ২৮ সেপ্টেম্ব বিকাল ৩টায় একে অপরের মুখোমুখি হবে। আর উভয় দলে দেশের স্বনামধন্য ক্লাব, আবহানী, মোহামেডান, ফেনী সকার ক্লাবসহ বিভিন্ন ক্লাবের একাধিক খেলোয়াড় খেলবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ২৯৮ নং খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা(এম.পি)। বিষয়টি নিশ্চিত করে টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন বলেন, বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post