মানিকছড়িতে বজ্রপাতে ১১ বছরের শিশু নিহত, আহত ২

 মানিকছড়িতে বজ্রপাতে ১১ বছরের শিশু নিহত, আহত ২

মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলার ছদুরখীল এলাকায় বজ্রপাতে ১১ মাস বয়সী শিশু মো. আল- আমিন এর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১ টান দিকে এ ঘটনা ঘটে। এছাড়াও বজ্রপাতের ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন গৃহকর্তা মো. ইব্রাহিম(২৬) ও গৃহীনী আঁিখ আক্তার(২০)। মানিকছড়ি হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মহি উদ্দীন জানান, রাত ৩.৪৫ মিনিটে বজ্রপাতে আহত ৩ জনকে হাসপাতালে আনা হলেও আল-আমিন(১১ মাস) নামের শিশুটি পথেই মারা যায়।

আহত মো. ইব্রাহীম (২৬) ও আঁিখ আক্তার(২০) কে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা শংকামুক্ত বলে ডাক্তার জানান। মানিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শাহনুর আলম জানান, বুধবার রাত ১টার দিকে এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ছদুরখীল এলাকায় নির্জন পাহাড়ে ঘরের ওপর বজ্রপাত পড়ে শিশুটি মারা যায়। আহত গৃহকর্তা ও গৃহীনি চিকিৎসাধীন রয়েছে। আমরা এ বিষয়ে পরবর্তী করনীয় পদক্ষেপ নিচ্ছি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post