• May 19, 2024

মানিকছড়িতে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও ভুতরে বিলের প্রতিবাদে মানববন্ধন

 মানিকছড়িতে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও ভুতরে বিলের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে ঘন ঘন লোডশেডিং, রিডিং বর্হিভুত ভুতরে বিলে বিদ্যুৎ গ্রাহকরা অতিষ্ঠ। বিদ্যুৎ বিভাগের এহেন নানা হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। ৫ সেপ্টেম্বর রবিবার বিকাল সাড়ে ৩ টায় মানববন্ধনে এসে অভিযোগ করে বলেন, দিনে গড়ে ২/৪ ঘন্টা লোডশেডিং, বছরের পর বছর রিডিং বর্হিভুত বিল, বিদ্যুৎ লাইন সংযোগে ৫/১০ হাজার টাকা, আবাসিক মিটারে বাণিজিক অটো রিক্সা চার্জ, প্রতিবাদ করলে মিটার পরিবর্তনে বাধ্য করাসহ নানা অভিযোগে গ্রাহকরা আজ অতিষ্ঠ । আমরা বিদ্যুৎ বিভাগের লাগামহীন দুর্নীতির বিচার চাই

বিদ্যুৎ বিভাগের গ্রাহক হয়রানীর প্রতিবাদ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে বাজারের শতশত ব্যবসায়ীরা খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আমতলায় মানববন্ধনে অংশ নেয়। এর আগে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল নিয়ে মানববন্ধনে সমবেত হন। পরে মিছিল নিয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করতে গেলে পুলিশ ও সেনাবাহিনী ব্যারিকেড দিলে বিদ্যুৎ অফিসের সামনে রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য রাখেন বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম, তুষার পাল। মানববন্ধনে ব্যবসায়ীরা ব্যানারের পাশাপাশি ভুইঁফোড় বিলের কপি হাতে নিয়ে বিদ্যুৎ অফিসের লাগামহীন দুর্নীতির প্রতিবাদ ও সংশ্লিষ্টদের বদলীসহ দুর্নীতির বিচার দাবী করেন। এ সময় এই আন্তঃজেলা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post