মানিকছড়িতে ব্যবসায়ী নিখোঁজের ঘটনায় আটক ২
মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলার হাতিমুড়া বাজারের দর্জি (টেইলার্স) মো. দেলোয়ার হোসেন (৩০) বুধবার ৩মার্চ রাত সাড়ে ৮টা থেকে নিখোঁজ রয়েছেন।
পুলিশ ও নিখোঁজ পরিবার সূত্রে জানা গেছে, মানিকছড়ি ও রামগড় সিমান্ত ঘেঁষা হাতিমুড়া বাজারের দর্জির কাজ করেন আলী আশ্রাফের ছেলে মো. দেলোয়ার হোসেন(৩০)। গত বুধবার ৩ মার্চ রাত ৮টায় এশারের নামাজ শেষে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয় দেলোয়ার। রাত গভীরেও দেলোয়ার ঘরে না ফিরায় স্ত্রী, পিতা ও প্রতিবেশিরা থাকে খুঁজতে থাকেন। পরে জানতে পারেন বাজারের কিছু দূরে (বাড়ি যাওয়ার পথে) রাস্তার ওপর দেলোয়ারের ব্যবহৃত মোবাইল, লুঙ্গি পড়ে থাকতে দেখে পাশের লোকজন সেগুলো সংগ্রহ করে। কিন্তু দেলোয়ারকে কেউ দেখেনি।
পরে সকালে এ বিষয়ে মানিকছড়ি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়রি(যাহার নং ১৩৭, তাং ০৪.০৪.২০১৯) রুজু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে ব্যাপক অনুসন্ধান চালায় এবং সন্দেহভাজন হিসেবে মো. মোবারক সর্দার ও লেরা সগির নামক দু’ব্যক্তিকে থানায় এনে এ রির্পোট পর্যন্ত জিজ্ঞাসাবাদ করছিল। থানার ও.সি তদন্ত কর্মকর্ত মো. মাসুদ করিম সিকদার জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। সন্দেহভাজন হিসেবে আটক দু’ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। আসলে অপহরণ না অন্য কিছু স্পষ্টভাবে কেউ কিছুই জানাতে পারে নি।