মানিকছড়িতে মারমা উন্নয়ন সংসদে ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে মারমা উন্নয়ন সংসদে ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ কে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি।
মারমা উন্নয়ন সংসদ ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সাচিং চৌধুরী জানান, আগামী ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার উক্ত সম্মেলনটি মানিকছড়ি উপজেলা টাউন হলে অনুষ্ঠিত হবে। ৩ সেপ্টেম্বর বিকাল ৩টায় গচ্ছাবিল ধর্মঘর এলাকায় দেখা গেছে, সংগঠনের নেতা কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াত কার্ড পৌঁছেদিচ্ছে।
এসময় সঙ্গে ছিলেন সভাপতি মংশেপ্রু মারমা, সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা রিপু। ত্রি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মারমা উন্নয়ন সংসদে প্রধান উপদেষ্টা চাইথোয়াইঅং মারমা,উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী এছাড়া জেলা উপজেলা নেতৃবৃন্দ হেডম্যান কার্বারী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।