মানিকছড়িতে মৎস্য পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ
মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি: ২৪-৩০ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় শোভাযাত্রা, মৎস্য পোনা অবমুক্তকরণ, উদ্বোধনী সভা ও সফল মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়েছে।
২৫ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা। পরে উপজেলা পুকুরে মৎস্য পোনা অবমুক্ত শেষে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী সভা। এতে মৎস্য চাষের ওপর প্রদর্শণী শেষে সফল চাষির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার সরকারের স্বাগতম বক্তব্যে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, কৃষি ব্যাংক ব্যবস্থাপক মো. ওসমান গনি চৌধুরী প্রমূখ। উদ্বোধনী সভায় উপজেলার তিনজন সফল মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়। এরা হলেন, মো. কামাল হোসেন, মো. আবু সাঈদ ও চহ্লাপ্রু মারমা।