মানিকছড়ি প্রতিনিধি: বৈশ্বিক মহামারি ‘করোনা’ প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় পরিবারে দ্বিতীয় দফায় ত্রাণ-সহায়তা দিয়েছে মানিকছড়ি রেড ক্রিসেন্ট যুব ইউনিট।
১ জুলাই উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে রেড ক্রিসেন্টের আজীবন সদস্য ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান এর সঞ্চালনায় অনুষ্টিত‘ রেড ক্রিসেন্ট যুব ইউনিটের ত্রাণ-সহায়তা বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন, প্রেস ক্লাব সভাপতি ও রেড ক্রিসেন্টের আজীবন সদস্য এবং উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন।
স্বাগত বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্টের যুব ইউনিট সভাপতি মো. আশরাফুল আলম। অতিথি হিসেব উপস্থিত ছিলেন, জেলঅ পরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক এম.এ.জব্বার, উপজেলা চেয়ারম্যান ও রেড ক্রিসেন্টের আজীবন সদস্য এবং উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান ও রেড ক্রিসেন্টের আজীবন সদস্য এবং জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. শফিকুর রহমান ফারুক, অফিসার ইনচার্জ আমির হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেনসহ যুব রেড ক্রিসেন্ট এর সকল সদস্য ও সদস্যারা ।
চলমান বৈশ্বিক মহামারি ‘করোনা’ প্রাদুর্ভাব মোকাবেলায় উপজেলার অসহায় ও কর্মহীন ৫০ পরিবারের হাতে রেড ক্রিসেন্টের দ্বিতীয় দফায় উপহার সামগ্রী (ত্রাণ-সহায়তা)তুলে দেন অতিথিরা।