• May 18, 2025

মানিকছড়িতে লাশ উদ্ধার

মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলা মরাডলু গ্রামের নির্ঝণ জঙ্গল থেকে উলাইউ মারমা(৬০)নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, উপজেলার মরাডলু গ্রামের উজানে উলাইউ মারমা (৬০) পিতা- কংচাই মারমা গত ১ জুন বিকালে বাড়িতে বের হয়ে আর ফিরে আসেনি। ৪জুন বিকালে বাড়ির অদূরে জঙ্গল থেকে পচা গন্ধ পেয়ে লোকজন সেখানে গিয়ে উলাইউ মারমার ক্ষত-বিক্ষত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ খবর পেয়ে সন্ধ্যায় অফিসার ইনচার্জ আমির হোসেন ও এস.আই মো. শাহিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। লাশের শরীরে আঘাতের চিহ্ন এবং মাথার চুল কামানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পুলিশ লাশের সুরতহাল করে লাশ মর্গে পাঠায়। অফিসার ইনজার্চ আমির হোসেন জানান, আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post