• May 14, 2024

মানিকছড়িতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার: ত্রাণ ও দূর্যোগ বিষয়ক মন্ত্রণালয় শীতার্ত মানুষে দুর্ভোগ লাঘবে তৃণমূলে জেলা প্রশাসকের মাধ্যমে শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদে ৪ শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, দেশব্যাপি শীতার্ত মানুষের দুর্ভোগ নিরসনে প্রতিবছরের ন্যায় এবারও শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে তৃণমূলে শীতবস্ত্র বিতরণের লক্ষে জেলা প্রশাসক এর মাধ্যমে শীতবস্ত্র পাঠিয়েছেন ত্রাণ ও দূর্যোগ বিষয়ক মন্ত্রণালয়। ফলে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় এই শীত মৌসমে প্রথম দফায় ১ হাজার ৭শত ৬০ পিচ কম্বল বরাদ্ধ করেছে জেলা প্রশাসক।

১৬ ডিসেম্বর বিকালে সদর ইউপি’র নয় ওয়ার্ডে ৪ শত পিচ কম্বল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। এ সময় চেয়ারম্যান মোঃ শফিকুর রহমানসহ সকল ইউপি সদস্য উপস্থিত থেকে দরিদ্র ও অসহায় লোকদের হাতে কম্বল তুলে দেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post