মানিকছড়িতে সোলার ও কম্বল বিতরণ
আলমগীর হোসেন: মানিকছড়ি উপজেলার টিআর প্রকল্পে ২০১৮-১৯অর্থ বছরের ৬লক্ষ টাকার সোলার ও মানিকছড়ি উপজেলার ছাত্রলীগ অর্থায়নে হত দরিদ্র পরিবারের মাঝে ৫০০ কম্বল বিতরণ করেন খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
মানিকছড়ি উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, ক্যাংঘরে এইসব সোলার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়াম্যান ম্রাগ্য মারমা, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামাল উদ্দিন সোলার বিতরণে উপস্থিত ছিলেন।
মানিকছড়ি উপজেলা ছাত্রলীগের পক্ষে হত দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮নং আসনের এমপি কুজেন্দ্র লালা ত্রিপুরা। এমপির সপর সঙ্গী ছিলেন জেলা আওয়ামীলীগের রনবিক্রম ত্রিপুরা, কল্যাণ মিত্র, চন্দ্রন কুমার,মাটিরাঙগা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীল সভাপতি শামছুল হক, ছাত্রলীগ সভাপতি আলমগীর হোসেন, পরিচালনায়, মানিকছড়ি উপজেলার সাবেক এমএ জব্বার, উপজেলা চেয়াম্যান ম্রাগ্যা মারমা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক মাঈন উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাহেদুল আলম মাসুদ, তিনটহরী ইউপি চেয়ারম্যান মো: বাহার মিয়া, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যজরী মারমা, বাটনাতলী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মোহন, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, কলেজ ছাত্রলীগ সভাপতি রাজীব কুমার নাথ, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাছান উপস্থিত ছিলেন।