মানিকছড়িতে ৩’শ পরিবারের মাঝে মাউস’র ত্রাণ বিতরণ
মানিকছড়ি প্রতিনিধি: করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি হয়ে খাদ্য সংকটে ভুগছে খেঁটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর অসহায় কর্মহীন মানুষ। প্রাণঘাতি এ করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে উত্তোরণে উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় কর্মহীন ৩’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে মারমা উন্নয়ন সংসদ (মাউস)। জেলা প্রশাসক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এবং মানিকছড়ি উপজেলা মারমা উন্নয়ন সংসদ (মাউস) এর উদ্যোগে উক্ত ত্রাণ বিতরণ করা হয়েছে।
রবিবার (৩মে) দুপুরে কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও মহামুনিতে ত্রাণ সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সাইথোঅং মারাম, মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রী কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী, সাবেক মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরাণী, মাউস মানিকছড়ি উপজেলা সভাপতি ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংশেপ্রু মারমা, সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা প্রমূখ।
মাউস মানিকছড়ি উপজেলা সভাপতি ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংশেপ্রু মারমা বলেন, উপজেলা প্রশাসনের ত্রাণ সহায়তা অব্যহত থাকলেও এখন পর্যন্ত প্রত্যন্তঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর অনেকই ত্রাণ সহায়তা পায়নি। এখন পর্যন্ত যে সকল পরিবার ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত সে সকল পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার লক্ষে মারমা উন্নয়ন সংসদ এর উদ্যোগে আজ ত্রাণ বিতরণ করা হয়েছে। আগামীতেও অসহায় কর্মহীন-গৃহবন্দি মানুষের মাঝে আমাদের ত্রাণ সামগ্রী বিতরণ অব্যহত থাকবে।