• December 27, 2024

মানিকছড়িতে ৫ সরকারী কর্মকর্তা হোম কোয়ারেন্টাইনে

মানিকছড়ি প্রতিনিধি: বৈশ্বিক মহামারি‘করোনা ভাইরাস’ প্রতিরোধে দেশব্যাপি চলছে সরকারী বিধি-নিষেধ। সরকারী অফিস-আদালত,স্কুল-কলেজ-মাদরাসা বন্ধ থাকলেও কর্মকর্তাদের কর্মস্থলে উপস্থিতি বাধ্যতামূলক করা হলেও শুরু থেকে সরকারের নির্দেশ পালন করেনি অনেকে। ফলে যে যার মত করে কর্মস্থল ত্যাগ করেছে। পরে ফিরে এলেও তাদেরকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। মানিকছড়ির পাঁচ কর্মকর্তা ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বৈশ্বিক ‘করোনা’মহামারির প্রাদূর্ভাব ঠেকাতে দেশব্যাপি গত ২৬ মার্চ থেকে দফায় দফায় অফিস-আদালত,স্কুল-কলেজ-মাদরাসায় ছুঁটি বৃদ্ধি করছে সরকার। এ ব্যাপারে ঘোষিত সরকারী প্রজ্ঞাপনে বলা আছে‘ কর্মকর্তারা কর্মস্থল ত্যাগ করতে পারবে না। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি),পুলিশ ব্যতিত উপজেলা পরিষদের সকল বেশিরভাগ সরকারী অফিসাররা অফিস বন্ধের নির্দেশনা পাওয়া মাত্র কর্মস্থল ত্যাগ করেছিল। পরে বিষয়টি নিয়ে সরকার কড়াকড়ি আরোপ করায় ইত্যোমধ্যে মানিকছড়ির সকল কর্মকর্তা কর্মস্থলে ফিরে এসেছে। যার ফরে ফিরে আসা সকল অফিসার ১৪ দিন করে হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। অনেকের ইত্যোমধ্যে হোম কোয়ারেন্টানের মেয়াদ শেষ হয়েছে। আর বিষয়টি নজরদারী করেছেন উপজেলা নির্বাহী অফিসার নিজে।

২৫ এপ্রিল পর্যন্ত ৫ কর্মকর্তা হোম-কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। হোম কোয়ারেন্টাইনে থাকা কর্মকর্তারা হলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-১, সহকারী শিক্ষা কর্মকর্তা-২, সমবায় কর্মকর্তা-১ ও যুব উন্নয়ন কর্মকর্তা-১। উপজেলা পরিষদ কোয়াটার চত্বরে পৃথক পৃথক ভবনে তাদেরকে রাখা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post