মানিকছড়িতে ৮মে রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে স্কুল কুইজ প্রতিযোগীতা
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: মানিকছড়ি উপজেলার ৮মে আন্তর্জাতিক রেডক্রস রেড ক্রিসেন্ট দিবসের উপলক্ষে স্কুল কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে।
৪মে বৃহস্পতিবার বিকাল ৩ টায় রাজবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলায় ৫টি হাই স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করার কথা থাকলে ৩টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন যুব রেড সোসাইটির মানিকছড়ি উপজেলা ইউনিটের দল নেতা থোয়াইঅংপ্রু মারমা,জনসংযোগ বিভাগীয় প্রধান মো.আবু জাফর, সহ দল নেতা মো.হাবিবুর রহমান, সাবেক যুব প্রধান ও যুব উপদেষ্টা মো.আশ্রাফুল আলম।
আয়োজকরা জানান আগামী ৮মে আন্তর্জাতিক রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবসে রেলি,আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতিত্বদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।