• November 21, 2024

মানিকছড়িবাসীকে উপজেলা চেয়ারম্যানের ঈদ শুভেচ্ছা

পাহাড়ের আলো: মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন উপলক্ষে মানিকছড়িবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জয়নাল আবেদীন। তিনি এক বার্তায় বৈশ্বিক মহামারি‘করোনা’র ক্রান্তিকালে অনাড়ম্বর পরিবেশে ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপনে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন।

উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মো. জয়নাল আবেদীন শুভেচ্ছা বার্তায় বলেন, বৈশ্বিক মহামারি ও প্রাণঘাতি‘করোনা ভাইরাস’ সারা বিশ্বে পবিত্র মাহে রমজান ও ঈদের আনন্দ ম্লান করে দিয়েছে। ঈদুল ফিতরে মুসলমানরা রোজা শেষে মন-প্রাণ খুলে পরিবার-পরিজন ও প্রতিবেশিদের নিয়ে মহা আয়োজনে ঈদুল ফিতর উদযাপন করেন। অথচ এবার ‘বৈশ্বিক মহামারি ও প্রাণঘাতি ‘করোনা’র করাল গ্রাসে সব আয়োজন, সব আনন্দ সীমিত করতে হচ্ছে। ‘করোনা’ প্রতিরোধে সারা বিশ্বের ন্যায় আমরাও গৃহবন্দি ও কর্মহীন। আকাঁশে ঈদের চাঁদ দেখা গেলেও অজানা আতংকে সবাই স্তব্দ। নিরবে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রস্তুত উপজেলাবাসী। ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।

‘করোনা ভাইরাস’ ও প্রাণঘাতি মহামারি প্রতিরোধে দেশের মানুষজন যাতে করে অনাহারে-অর্ধাহারে থাকতে না হয়। সেজন্য আওয়ামীলীগ সরকার ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে করোনা’র প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর হতে আজ পর্যন্ত কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নিয়মিত গৃহবন্দি মানুষের খোঁজ-খবর নিচ্ছেন। যত দিন পর্যন্ত দেশে ‘করোনা’র প্রাদুর্ভাব থাকবে,তত দিন সরকার জনগণের পাশে থাকবে। এখন সবার প্রতি অনুরোধ আপনারা ঈদেও আনন্দে আত্মহারা না হয়ে ঘরে থাকুন, সুস্থ থাকুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। তবেই আমরা ‘করোনা’ মহামারি প্রতিরোধে সক্ষম হবো। পরিশেষে আবারও সকল সম্প্রদায়কে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের মঙ্গল ও সু-স্বাস্থ্য কামনা করছি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post