মানিকছড়ির নবনির্বাচিত বিএনপি কমিটিকে সংবর্ধনা

 মানিকছড়ির  নবনির্বাচিত বিএনপি কমিটিকে সংবর্ধনা
আলমগীর হোসেন: মানিকছড়ি উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা জানালেন উপজেলা যুবদল। ২৯ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা বিএনপির দলিয় কার্যালয়ে মানিকছড়ি উপজেলা যুবদল কর্তৃক নবনির্বাচিত মানিকছড়ি উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট  কমিটিকে সংবর্ধনা জানান।
এতে উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মহিউদ্দিন কিশোরের সঞ্চালনায় উপজেলা যুবদল আহবায়ক মোশাররফ হোসেন মেম্বারের সভাপতিত্বে সংবর্ধনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন, সাংগঠনিক সম্পাদক, নুরুজ্জামান মাষ্টারসহ নব-নির্বাচিত মানিকছড়ি উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটিকে  সংবর্ধনা  ফুলেল শুভেচ্ছা জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মানিকছড়ি সদর ইউনিয়ন যুবদল আহবায়ক মোছলেম উদ্দিন, তিনটহরী ইউনিয়ন যুবদল আহবায়ক, মোঃ নুরুল ইসলাম। বাটনাতলী ইউনিয়ন ইউনিয়ন যুবদল আহবায়ক আব্দুল মান্নান সহ ইউনিয়ন, উপজেলা যুবদল নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন। নব-নির্বাচিত বিএনপির নেতাকর্মীরা ইউনিয়ন উপজেলা যুবদল নেতাকর্মীদের উদ্দেশ্য দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন। মানিকছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেন বলেন সারা দেশে বিএনপির জনসভায় সাধারণজনগনের উপস্থিতি দেখে আওয়ামীলীগ এখন দিশেহারা। উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি এনামুল হক এনাম বলেন আর ভয় পাওয়ার কোন কারন নেই। আওয়ামীলীগ সরকার এখন পালানোর কোন পথ  পাচ্ছে না। অন্যায় ভাবে  ক্ষমতা চিরস্থায়ী নয়। এই আওয়ামীলীগ সরকারকে অবৈধ সরকার জনগনের ভোটে নয় ইভিএম ভোটে চুরি করে রাত্রের আধাঁরে ক্ষমতায় আসা সরকার।
মানিকছড়ি উপজেলা বিএনপির অংগ- সংগঠন এখন থেকে  বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার নেতৃত্বে  রাজপথে লড়াইয়ে সব সময় প্রস্তুত থাকবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post