মানিকছড়ির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
আবদুল মান্নান: পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির উদ্যোগে মানিকছড়ি উপজেলা বিভিন্ন শিক্ষা ও ক্রীড়াপ্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১ মার্চ উপজেলা প্রেসক্লাব হল রুমে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. জব্বার। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, উপজেলা পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মো. রমজান আলী, ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবায়দুল হক,একতা যুব সংঘের সভাপতি এস.এম. নাছির উদ্দীন, সাব্কে সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ সজীব প্রমূখ।
এ সময় প্রধান অতিথি এম.এ. জব্বার বলেন, পার্বত্য জেলা পরিষদ জেলার বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ করে এ অঞ্চলে পড়ালেখার পাশাপাশি খেলাধূলার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এতে শিক্ষার্থী ও যুব সমাজ অবসরে খেলাধূলায় সম্পৃক্ত থাকবে। পরে তিনি অতিথিদের নিয়ে উপজেলার বারোটি স্কুল-মাদ্রাসা, ক্রীড়া ও সামাজিক প্রতিষ্ঠানে খেলাধূলার সামগ্রী ফুটবল,ভলিবল,ক্রিকেট ব্যাড,বল বিতরণ করেন ।