• May 14, 2024

মানিকছড়ির রাজ জেতবন বিহারে কঠিন চীবর দান

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির প্রবেশদ্বার মানিকছড়ি মং রাজার আবাসস্থল উপজেলা কেন্দ্রীয় রাজ জেত বন বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান ৪ নভেম্ববর রবিবার সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানের মধ্যে ছিল, চীবর দান, পিন্ড দান, অষ্ট পরিস্কার দান, বৌদ্ধ পূজা, সীমা ঘরে উপ-সম্পাদা দীক্ষাদান, অষ্টশীল গ্রহণ, ধর্মী ্ও জাতীয় পতাকা উত্তোলন। সন্ধ্যায় আকাশে ফানশ বাতি উত্তোলন করা হয়। এসময় প্রধান ধর্ম দেশনা করেন, মহামান্য সংঘরাজ সুমনা মহাথের। এছাড়াও উপস্থিত ছিলেন, রাজ জেতবন বিহারদক্ষ ক্ষেমাসারা মহাথের, রাজীন্দা মহাথের, কঠিন চীবর দান উদযাপন পরিষদের আহব্বায়ক উদ্রাসাই কার্বারী, সদস্য সচিব আব্রে মারমা।

অনুষ্ঠানে যোগদেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, ১নং মানিকছড়ি সদর ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক, ২নং বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মোহন ও মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রশীদ প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post