মানিকছড়ি প্রেসক্লাব’র নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা রেড ক্রিসেন্ট’র
মানিকছড়ি প্রতিনিধি: বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ব্রাঞ্চের আওতাধীন মানিকছড়ি উপজেলা ইউনিটের উদ্যোগে মানিকছড়ি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) বিকাল ৪ টায় প্রেসক্লাব হল রুমে যুব রেড ক্রিসেন্ট যুব প্রধান-১ থোয়াইঅংপ্রু মারমার সঞ্চালনায় ও যুব প্রধান মো. আশরাফুল আলমের সভাপতিত্বে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও প্রেসক্লাব সভাপতি মো. মাঈন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় প্রমূখ। সভায় প্রেসক্লাবের নবনির্বাচিত সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
স্বাগত বক্তব্য রাখেন, যুব রেড ক্রিসেন্ট রক্ত বিভাগীয় উপ- প্রধান মো. আবু জাফর, অতিথিদের পাশাপাশি সভায় বক্তব্য রাখেন, যুব রেড ক্রিসেন্টের সাবেক যুব-প্রধান ও প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক চিংওয়ামং মারমা মিন্টু। এছাড়া সভায় প্রেসক্লাবের সকল সদস্য, যুব রেড ক্রিসেন্টে সদস্যরা সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন।