• May 14, 2024

মানিকছড়ি যোগ্যাছোলা ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন যারা

আলমগীর হোসেন, মানিকছড়ি:  সীমানা জটিলতায় স্থগিত হওয়া  মানিকছড়ি উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন  আগামী ২৫ জুলাই নির্বাচনকে কেন্দ্র করে ২৪ জুন ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। দলে দলে প্রার্থীদের লোকজন প্রস্তাবকারী, সমর্থনকারী নিয়ে মনোনয়ন জমাদানে প্রার্থীরা উপজেলার সদর ছিল সরগম । বিকাল ৫টার পর নির্বাচন অফিসার  বিশ্বাষ সুজন কুমার এর তথ্য মতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র ২ আওয়ামীলীগ ১জন বিএনপি ১জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন ক্যয়জরী মহাজন (আওয়ামীলীগ), মো: জামাল উদ্দিন(বিএনপি), মোহাম্মদ আলমাছ(স্বতন্ত্র) ও মো: আমির হোসেন (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে চেযারম্যান পদে মনোয়ন পত্র জমা দিয়েছেন বলে নির্বাচন অফিসার জানান।

সংরক্ষিত মহিলা সদস্য পদে ১,২,৩নং আসনে হাজেরা বেগম, মরিয়ম বিবি, ¤্রাসাইন্দা মারমা, ফাতেমা বেগম মনোনয়ন পত্র জমা দিয়েছেন ।সংরক্ষিত মহিলা ৪,৫,৬নং আসনে অনিমা চৌধুরী, মোসাঃ শাহিনা আক্তার, রহিমা আক্তার ও ৭,৮,৯নং আসনে রোকেয়া বেগম, বুদু লক্ষী ত্রিপুরা, মিতা ত্রিপুরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া সাধারণ আসনে সদস্য ১নং ওয়ার্ড: সুমন্ত কান্তি চাকমা, মো: ইসমাইল, বিলাণ হোসেন মল্লিক, মো: গোলাম হোসেন। ২নং ওয়ার্ড: মো: নুরুল ইসলাম, মো: বুলু মিয়া, মো: খলিলুর রহমান, আব্দুল কাদের, ৩নং ওয়ার্ড:মোহাম্মদ হানিফ, মোহাম্মদ আব্দুল জব্বার, আব্দুল বারেক, মো: আবদুল হামিদ। ৪নং ওয়ার্ড: মো: নুরুল আলম, মো: আবু হানিফ, সুরুজ মিয়া, মো: আ: মতিন মিয়া, মোহাম্মদ আলাউদ্দিন পাঠোয়ারী, কাজী আব্দুল মান্নান মিয়া, ৫নং ওয়ার্ড: মো: হারেচ মিয়া, মো: কোরবান আলী,  মো: শাহালম মিয়া, মো:বেল্লাল হোসেন, শরিফ হোসেন,। ৬নং ওয়ার্ড: মো: গোলাম হোসেন, মো: তৈয়ব আলী। ৭নং ওয়ার্ড: মো: আব্দুল জলীল, মো: নুরুল আলম, মো: আব্দুল মান্নান রানা, মো: আবুল মাজান,আমির হোসেন, শাহ আলম,ইদ্রিস মিয়া। ৮নং ওয়ার্ড: আব্দুল মতিন, রাজ কুমার ত্রিপুরা এবং ৯নং ওয়ার্ড: মো: জয়নাল আবেদীন, মো: আলমগীর হোসাইন চৌধুরী, মো: জসীম উদ্দীন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২৬ জুন যাছাই, প্রার্থী প্রত্যাহার ৩ জুলাই ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ জুলাই।
মোট ভোটার ৮৮৪৩তার মধ্যে মহিলা ভোটার ৪হাজার ৪৫৩জন ও পুরুষ ভোটার ৪হাজার ৩৯০জন।

নির্বাচন রিটানিং অফিসার বিশ্বাস সুজন কুমার বলেন আগামী যাছাই বাচাই, প্রত্যাহার করার পর যাথাযথ ভাবে নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি আছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post