মাসিক মত বিনিময় সভা অনুষ্ঠিত সিন্দুকছড়ি জোনে
গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন বাংলাদেশ সেনাবাহিনী ৩ফিন্ট রেজিমেন্ট আর্টিলারির মাসিক নিরাপভা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১মে মঙ্গলবার পাহাড়ের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে সার্বিক আলোচনা শুরু কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জোন উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ, গুইমারা থানার ওসি মোঃ আরিফুল আমিন, মানিকছড়ি থানার ওসি মোঃ ইকবাল উদ্দিন, যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, বাটনাতলী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ, গন্যমান্য ব্যক্তি, হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধি বৃন্দ।
এ সময় বক্তারা জোন কমান্ডারকে দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি উপজেলা পরিষদ নির্বাচন, যানবাহনের অধিক গতি, ওভারলোড ও সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, সন্ত্রাস নির্মূল, শিক্ষা ও চিকিৎসা সেবাসহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।