• November 21, 2024

মূল্যবৃদ্ধি ঠেকাতে রামগড়ে অভিযান চালিয়েছে প্রশাসন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: রামগড়ে অতিরিক্ত দামে চাল বিক্রি ও মূল্য তলিকা না থাকায় তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমান আদালত।

শনিবার(২০ মার্চ) দুপুরে রামগড় বাজারে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম বদরুদ্দোজা, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, পৌর কাউন্সিলর আহসান উল্ল্যাহ ,রামগড় থানার অফিসার ইনচার্জ মো:সামসুজ্জামান, অফিস সহায়ক,জনপ্রতিনিধিসহ পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আ, ন, ম বদরুদ্দোজা এ প্রতিনিধিকে জানান, অতিরিক্ত লাভের আশায় চাল,ডাল, আলু, পেয়াজ বিক্রি ও মূল্য তালিকা প্রদশর্ন না করায় মেসার্স আরাফাত ষ্টোর, মেসার্স আলম ষ্টোর, এবং মেসার্স খাদ্য বিতান কে প্রতিজনকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন, পাইকারী পর্যায়ে কেউ জোর করে অধিক দাম চাপিয়ে দিলে খুচরা ব্যবসায়ীদেরকে উপজেলা প্রশাসন এর নিকট অভিযোগ জানাতে বলা হয়েছে তাছাড়া খুচরা পর্যায়ে বেশি লাভ না করতে নির্দেশনা দেন তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post