• December 23, 2024

মেধাবী ছাত্রের পাশে মহালছড়ি সেনা জোন

 মেধাবী ছাত্রের পাশে মহালছড়ি সেনা জোন
মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মহালছড়ি জোনের আওতাধীন হাজাছড়া গ্রামের মেধাবী শিক্ষার্থী  ঈশন চাকমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী।
মহালছড়ি সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের এই মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার প্রতি আগ্রহের  বিষয়টি জোন কমান্ডার লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়ার  নজরে এলে তার নির্দেশনায়  ঈশন চাকমাকে  বই ও ষ্টেশনারী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। ১৮ অক্টোবর মঙ্গলবার সকালে  মহালছড়ি জোন সদরে জোন অধিনায়ক এর পক্ষে শিক্ষা সহায়তা  হস্তান্তর করেন  ক্যাপ্টেন রাফাত হাসনাইন জুবেরী।
এছাড়াও প্রদেয় মূল্যবান সামগ্রী বই সঠিকভাবে অধ্যয়নের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করতে অনুপ্রেরণা দেন। ঈশন চাকমা শিক্ষা সহায়তা পাওয়ার পর সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন মহালছড়ি জোনের এই মহৎ উদ্যোগ তাকে ভাল ফলাফল অর্জন করার প্রেরণা যোগাবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post