যাত্রা শুরু করলো লক্ষ্মীছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের

শেয়ার করুন

                                                    শিক্ষা বিস্তারে এলাকাবাসীর মহতি উদ্যোগ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় যাত্রা শুরু করলো বালিকা উচ্চ বিদ্যালয়ের। ২৪ অক্টোবর শুক্রবার সকালে উপজেলা কমিউনিটি সেন্টারে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মো: মোবারক হোসেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে হতে সাবেক ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দিপান্তর, মো: মকবুল আহমেদ, উছাখই মারমা, নারী নেত্রী জয়মালা চাকমা, শিক্ষক রুপালি চাকমা, উথোয়াইচিং মারমা উত্তম, মো: মজিবুর রহমান গাজি, পাইচাউ মারমা, রুবেল বিন্দু চাকমাসহ উদ্যোক্তা শিক্ষক ও স্থানীয় আরো অনেকেউ উপস্থিত ছিলেন। সভার কার্যক্রম শুরুতেই শুভেচ্ছা বক্তব্যে মো: রুবেল হোসেন গাজি শিক্ষা বিস্তারে এ উপজেলায় একটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার গুরুত্বারোপ করে শুভেচ্ছা বক্তব্যে বিস্তারিত আলোচনায় তুলে ধরেন।

পরে উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো: মোবারক হোসেনকে সভাপতি করে ১১সদস্য বিশিষ্ট লক্ষ্মীছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন, অংগ্য প্রæ মারমা, রাজু চাকমা দিপান্তর, উছাখই মারমা, রুপালি চাকমা জয়মালা চাকমা, মো: মকবুল আহমেদ, উথোয়াইচিং মারমা উত্তম, মো: মজিবুর রহমান গাজি ও সুবল বিন্দু চাকমা। পদাধিকার বলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হবেন কমিটির সদস্য সচিব। এসময় সকলের আলোচনার মাধ্যমে একটি বিদ্যালয়ের তহবিল গঠন করা হয়। বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: শহিদুল ইসলাম ৫০হাজার টাকা স্কুল ফান্ডে অনুদান দেয়ার ঘোষণা দেন। এসময় উপস্থিত অনেকেই স্কুল ফান্ডে অনুদান দেন। জমি নির্ধারণ, তহবিল গঠন, স্থাপনা তৈরী ও শিক্ষক নিয়োগসহ যাবতীয় কার্যক্রম দ্রæত সম্পাদন করার বিষয়ে তাগিদ দেয়া হয়। আগামী জানুয়ারি ২০২৬ সালে শ্রেণী কার্যক্রম চালু করার মতামত পেশ করেন সকলেই।