• December 26, 2024

রাই গোপাল চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

শান্তি রঞ্জন চাকমা, রাজস্থলী : বাঙ্গালহালিয়া বাজারের ব্যবসায়ি ও সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পুলক চৌধুরীর পিতা স্বর্গীয় রায়গোপাল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিভিন্ন মহল। গত মঙ্গলবার রাতে নিজ বাড়িতে শেষ নিশ্বাষ ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স ছিলো ৭৮ বছর। ২ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য দীপংকর তালুকদার, ৩৩৩নং আসনের মহিলা এমপি ফিরোজা বেগম চিনু, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতাব্বর, জেলা পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরী, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা, সহ সভাপতি পুলক বড়ুয়া, সাধারন সম্পাদক পুচিংমং মারমা, সাংগঠনিক সম্পাদক রেংঙ্গা মারমা, মহিলা আওয়ামীলীগের সভাপতি লংবতি ত্রিপুরা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, বাঙ্গালহালিয়া বাজার ব্যাবসায়ি সমবায় সমিতি সভাপতি মোঃ শামশুল আলম, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অরুন সেনসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন শ্রেনীর ব্যাক্তিবর্গ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post