• December 24, 2024

রাঙামাটি আ’লীগের উদ্যোগে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি: রাঙামাটি আ’লীগের উদ্যোগে পোলিং এজেন্টদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। রোববার (২৫নভেম্বর) সকালে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে প্রধান অতিথি থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন- সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

এসময় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম অঞ্চলের কো:কোডিনেটর সদরুল আমীনের সভাপতিত্বে এসময় চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দীন, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক জমীর উদ্দীনসহ সংগঠটির অন্যান্য নেতৃবৃন্দ এবং সংস্থাটির কর্মকর্তা-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে ১০ উপজেলা এবং দু’টি পৌরসভার মিলে মোট ৩৬জন পোলিং এজেন্ট অংশ নিয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post