• December 5, 2024

রাঙ্গামাটিতে ব্রাশফায়ারে প্রিজাইডিং অফিসারসহ নিহত ৬

পাহাড়ের আলো: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে প্রিজাইডিং অফিসারসহ অন্তত ৬জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬জন।

১৮ মার্চ সোমবার সন্ধ্যায় উপজেলার নয়মাইল এলকায় ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- প্রিজাইডিং অফিসার আব্দুল হান্নান, সহকারী প্রিজাইডিং অফিসার আলামিন, আনসার সদস্য মিহির কান্তি দত্ত, আমিনুল, জাহানারা বেগম, বিলকিস ও পথচারী মন্টু চাকমা।

রাঙ্গামাটির পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর কবির এ খবরের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন নিহতরা।

বাঘাইছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। বাকী দুইজন হাসপাতালে নেয়ার পর মারা যান। এ ঘটনায় পুলিশসহ ৮ জন আহত হয়েছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post