রাঙ্গুনিয়ায় মহান বিজয় দিবস উদযাপন
শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রাঙ্গুনিয়া প্রেসক্লাব, সরকারি বিভিন্ন দপ্তর, সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
পরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পৌরসভা অডিটোরিয়াম মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।