• November 22, 2024

রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে ১৬ বাড়ি ভস্মিভূত, কোটি টাকার ক্ষতি

শান্তি রঞ্জন চাকমা: রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও এলাকায় গতকাল বিকালে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে ১৬টি বাড়ি সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। আগুন নেভাতে গিয়ে শাহেদা আক্তার নামের এক মহিলা অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। অগ্নিকান্ডে প্রায় এক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে।

জানা যায়, উপজেলার দক্ষিণ রাজানগরের সোনারগাঁও মনিরুজ্জামান চৌকিদার বাড়ির এলাকায় বিকাল সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘন্ট্যাব্যাপী চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকান্ডে মো. নুরুল আলম, রহিমা বেগম, আলতাফ মিয়া, মো. আলমগীর, মো. জাহাঙ্গীর, মমতাজ মিয়া, ইউনুচ মিয়া, মো. বাচা মিয়া, আব্দুল সোবাহান, মো. ছৈয়দ, মো. ওমর মিয়া, শাহানাজ আক্তার, রশিদা খাতুন, শাহ আলম, মো. হাছান, মো. ইসমাঈলের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভানোর সময় আগুনে পুড়ে শাহেদা আকতার আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা লিটন হাওলাদার বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post